সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল শিল্পাঞ্চলে নকল লটারির রমরমা রুখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। অভিযান চালিয়ে নকল লটারির কারবার চালানো ও বিক্রি করার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে জামুরিয়া থানার পুলিশ। এদের মধ্যে ১০ জন জামুরিয়া এলাকার এবং দুজন আসানসোল এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল লটারি।
প্রসঙ্গত বহুদিন ধরেই আসানসোল শিল্পাঞ্চল জুড়ে নকল লটারির কারবারের অভিযোগ উঠছিল । নকল লটারির টিকিট ছেপে তা বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকার অবৈধ কারবার চলিছল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে ওই নকল লটারির টিকিট তৈরি হয় এবং তা এরাজ্যে আসানসোলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। আর সাধারণ ক্রেতারা কোন কিছু বুঝতে না পেরে ওই নকল লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছে।
ওই নকল লটারির তদন্তে নেমে পুলিশ প্রথমে জামুরিয়া এলাকার অজিত গুপ্তা ও কমলেশ গুপ্তা নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আন্তরাজ্য জাল লটারি টিকিটের সরবরাহকারী দুই মূল চক্রি অরবিন্দ পান্ডা ও রবি গিরি যারা আসানসোলের বাসিন্দা বলে জানা গেছে তাদের গ্রেফতার করে। এদের কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ এবং সাফল্য পায়। জানা গেছে এই কারবার শুধু জামুরিয়া এলাকাতেই নয় রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, অন্ডাল সহ বেশ কয়েকটি এলাকার প্রত্যন্ত অঞ্চলে ছলছিল।
শুক্রবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে। এদের মধ্যে কয়েকজনকেই পুলিশ আগামীতে জিজ্ঞাসা বাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।