eaibanglai
Homeএই বাংলায়পৌষে কাউকে তাড়াতে নেই কেন?

পৌষে কাউকে তাড়াতে নেই কেন?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– আগামী ১৫ই জানুয়ারি পৌষ সংক্রান্তি। অর্থাৎ পৌষ মাস শেষ হচ্ছে এই সময়। অনেককেই শুনে থাকবেন সবাই বলে, শেষ পৌষ বাইরে কোথাও কাটাতে নেই। অর্থাৎ পৌষ মাসের প্রথম দিন যেখানে কাটানো হবে, শেষ দিনও সেখানেই কাটানোর নিয়ম। এই পৌষ মাসে বাড়ি থেকে কুকুর বিড়াল পর্যন্ত তাড়াতে নেই এমনটাই বলা হয়। কিন্তু কেন? কেন পৌষ মাসে প্রথম দিন যেখানে কাটানো হয় শেষ দিন সেখানে কাটাতে যায় মানুষ! শুনলে অবাক হয়ে যাবেন যে, এই ঘটনার পেছনে কোন আধ্যাত্মিক কারণ নেই।

আসলে আমাদের সংস্কারে যে সকল কথা প্রচলিত আছে তার পিছনে রয়েছে গূঢ় বৈজ্ঞানিক ও মানবিক কারণ। আমাদের এই ধর্ম আমাদেরই ধর্মীয় মানবিকতা নিয়ে যত আলোচনা করা যায় তত দেখা যায় যে, ধর্ম আর কিছু নয়, মানব কল্যাণ‌ই ধর্ম। তাই পৌষ মাসে এই যে নিষেধ প্রচলিত তাও মানব কল্যাণের সাথে জড়িত।

এমন কি শুধু পৌষ নয় পৌষের পাশাপাশি চৈত্র এবং ভাদ্র মাসেও বাড়ি থেকে কাউকে তাড়াতে নেই, এর পিছনে রয়েছে চরম বাস্তব সম্মত একটি কারণ। আসলে পৌষ মাসে প্রচন্ড শীত থাকে, চৈত্র মাসে প্রচন্ড গ্রীষ্ম বা খরা থাকে আর ভাদ্র মাসে প্রচণ্ড বর্ষা থাকে, তাই এই সময় বাড়ির বাইরে কাউকে তাড়ালে সে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ে যাবে সেই কারণে মানবিকতার কথা ভেবেই বলা হয় পৌষ,চৈত্র ও ভাদ্র মাসে কাউকে বাড়ি থেকে তাড়াতে নেই।- এছাড়া এই ঘটনার পিছনে অন্য কোন কারণ নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments