eaibanglai
Homeএই বাংলায়ফের কয়লা পাচার ? ট্রাকসহ গলসীতে ধৃত জামুরিয়া, বারাবনির পাচারকারী

ফের কয়লা পাচার ? ট্রাকসহ গলসীতে ধৃত জামুরিয়া, বারাবনির পাচারকারী

সংবাদদাতা, গলসীঃ– ফের কয়লা পাচারের সময় বেআইনি কয়লা বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিস। কয়লা পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক ও খালাসিকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের নাম রাজা পণ্ডিত ও রাজা মুখোপাধ্যায়, বলে পুলিশ জানিয়েছে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানা মোড়ে ধৃত রাজা পণ্ডিতের বাড়ি। অপরজনের বাড়ি পশ্চিম বর্ধমানেরই বারাবণি থানার গৌরাণ্ডি মাঠ এলাকায়। জামুরিয়া আর বারাবনি বরাবরই কয়লা পাচারের স্বর্গরাজ্য।

পুলিস জানিয়েছে, সোমবার রাতে কয়লা বোঝাই ট্রাকটি দুর্গাপুরের দিক থেকে আসছিল। তাতে প্রায় ১৪ টন কয়লা বোঝাই ছিল। জাতীয় সড়ক ধরে আসার সময় কুলগড়িয়া ফ্লাইওভারের কাছে পুলিস ট্রাকটিকে আটকায়। চালক কয়লার বৈধ কোনওরকম কাগজপত্রই দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। আসানসোল খনি এলাকা থেকে অবৈধভাবে কয়লা তুলে পাচার করা হচ্ছিল বলে পুলিসের দাবি। এএসআই গৌর সরেনের অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গলসী থানার পুলিস। ধৃতদের মঙ্গলবার বর্ধমানের মুখ্য দায়রা আদালতে পেশও করা হয়। আরও কয়লা উদ্ধার করতে এবং বেআইনি কারবারে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতদের ৩ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুরও করেন বিচারক। তবে, এত বজ্র আঁটুনি সত্বেও কিভাবে ফের বেআইনি কয়লা পাচারের পথ খুলল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নতুন করে। একটি সূত্র জানিয়েছে, জামুরিয়া ও বারাবনির স্থানীয় থানা দুটির পুলিশের একাংশের মদতেই ফের সক্রিয় হয়ে উঠেছে কয়লা পাচার চক্র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments