eaibanglai
Homeএই বাংলায়এক শরীর দুই মাথা, আজব দর্শন বাছুরের জন্ম

এক শরীর দুই মাথা, আজব দর্শন বাছুরের জন্ম

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- এক শরীর কিন্তু দু’টি মাথা। শুনতে অবাক লাগলেও, এমনই আজব এক বাছুরের জন্ম হয়েছে আসানসোলের সালানপুর ব্লকের অন্তর্গত জেমারির কলা ডাবরগ্রামের বাসু পণ্ডিত নামের এক ব্যক্তির বাড়িতে। শনিবার বিকেলে চারটের সময় ওই বাছুর জন্ম নেওয়ার খবরে এলাকা জুড়ে হইচই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করতে থাকে।

বাসু পণ্ডিত জানান শুক্রবার রাত্রি থেকেই গাভীটির প্রসব যন্ত্রণা ওঠে। শনিবার সকালে খবর দেওয়া হয় দুই পশু চিকিৎসককে। খবর পেয়ে দুই পশুর চিকিৎসক সামডি পঞ্চায়েতের সুশান্ত বাউরি ও জেমারি পঞ্চায়েতের দেবাশীষ বাউরি সকাল সকালই বাসু পণ্ডিতের বাড়ি পৌঁছে যান এবং দীর্ঘ আট ঘণ্টার চেষ্টার পর গাভীটি একটি দুই মাথা যুক্ত বাছুরের জন্ম দেয়। যদিও জন্মের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বাছুরটির। চিকিৎসকরা জানান সাধারণত এসব বিকলাঙ্গ বাছুর বেশি দিন বাঁচে না। অন্যদিকে মা গাভীকে সুস্থ রাখতে সাধ্যমতো চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান দুই পশু চিকিৎসক।

অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে মাস দুয়েক আগে সালানপুর ব্লকেরই দেন্দুয়া পঞ্চায়েতের একটি গ্রামে এমন দুটি মাথা ওয়ালা বাছুর জন্ম হয়েছিল এবং জন্মের পর পরই সেই বাছুরটিও মৃত্যু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments