সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের পরিত্যক্ত পাথর দাখানে চার চারটি দেহ ভেসে ওঠার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। প্রত্যক্ষদর্শীদের দাবি চারটি মৃতদের মধ্যে দুটি শিশুর দেহও রয়েছে। রবিবার বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে কীভাবে চার জনের মৃত্যুর ঘটনা ঘটল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মৃতদেহ মধ্যে দুটি শিশু একটি মহিলা ও একটি পুরুষের হওয়ায় সকলে একই পরিবারের বলেও মনে করছেন অনেকে।
এদিন বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা এলাকার একটি পরিত্যক্ত পাথর দাখানে প্রায় ৩০০ ফুট নিচে চারটি দেহ ভেসে থাকতে দেখেন খাদান সংলগ্ন গ্রামের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এদিন বিকেলেই ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। তবে সন্ধ্যে হয়ে যাওয়ায় উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। আগামী কাল সকালে উদ্ধার কাজ চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে ওই পরিত্যক্ত খাদান এলাকাটি দুর্গম এলাকায় অবস্থিত। পরিত্যক্ত খাদান হওয়ায় এলাকায় যাতায়াতের কোনও রাস্তা নেই। স্থানীয়দের দাবি সেভাবে কেউ যাতায়াতও করে না ওই খাদানে। তবে গরমের সময়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে অনেকে খাদানের জলে স্নান করতে যান। যার জেরে অনেক সময় জলে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটে। তবে প্রচণ্ড শীতের মধ্যে খাদানের জলে কেউ স্নান করতে যাবেন বলেই মনে করছেন স্থানীয়রা। ফলে কীভাবে চার চারটি মানুষের মৃত্যু হল তা নিয়ে নানান প্রশ্ন ঘোরা ফেরা করছে স্থানীয়দের মধ্যে। আবার অনেকের অনুমান খাদানের পাশে মেঠো পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই চারজনরে।