সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– আজ ১লা মাঘ। পৌষ সংক্রান্তির পরের দিন। আজ উঠোন লক্ষী পুজো। এই দিনে মাঠের সকল ধান তোলার পর অবশিষ্ট সামান্য ধানের আঁটি নিয়ম মতো বেঁধে অনুষ্ঠান করে বাড়িতে নিয়ে আসা হয় ও ১ লা মাঘ এই ধানের পুজো করা হয়। এই লক্ষী পুজোকে বলা হয় বার বা উঠোন লক্ষী পুজো।
আজকের দিন সধবারা স্নানের পর পায়ে আলতা পরেন,মোটা করে সিঁদুর পরেন। দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে স্বামীর সুস্থ নীরোগ জীবন ও দীর্ঘায়ু কামনা করে প্রণাম করেন। লক্ষী দেবীকে সন্তুষ্ট করতে আজ বাড়িতে কোনো প্রবীন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না,সন্ধ্যে বেলায় ঘুমোবেন না বা জোরে কথা বলবেন না। বাড়ির গৃহলক্ষী অর্থাৎ গৃহিণীদের সাথেও মধুর ব্যবহার করবেন।
বাড়িতে কোন অতিথি আচমকা এলে সাধ্যমত তাকে অন্ন দান করুন আর আজ চেষ্টা করুন কোন শুভ কাজের আরম্ভ করতে, যেমন জপ, ধ্যান ইত্যাদি আধ্যাত্মিক সমন্বিত কাজের শুভ আরম্ভ করতে পারেন আজ থেকে, তাহলে হাতে নাতে ফল পাবেন।