সংবাদদাতা, বাঁকুড়াঃ– দিদির দূত জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে প্রায়ই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। এবার জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ককে। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা এলাকার।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিন সকাল সকাল জনসংযোগ করতে বেরিয়েছিলেন কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। কোতুলপুরের নেতাজি মোড় এলাকায় পৌঁছতেই এলাকায় টোটো চালকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি । বিধায়ককে হাতের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা । বিক্ষোভকারী টোটো চালকদের দাবি , এলাকার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট বেহাল অবস্থা হয়ে পড়েছে টোটো নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের, অথচ অভিযোগ জানানোর জন্য এলাকায় বিধায়ককে দেখা পাওয়া যায় না।
এদিকে জনসংযোগে বেরিয়ে এভাবে বিক্ষোভের মুখে পড়ে চরম অস্বস্তির মধ্যে পড়েন বিধায়ক। তবে টোটো চালকদের তৃণমূলের লোক বলে উল্টো তাঁদেরই কাঠগোড়ায় তোলেন বিজেপি বিধায়ক । পাশাপাশি তিনি দাবি করেন এগারো বছরে তৃণমূল কোন উন্নয়ন করেনি সেই দায় তাঁর উপর চাপানোর চেষ্টা হচ্ছে ।
বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন , বিজেপি হচ্ছে পরিযায়ী পাখির মতো। ভোট এলে তাঁদের দেখতে পাওয়া যায় আর ভোট ফুরিয়ে গেলে আর দেখতে পাওয়া যায় না। তাই সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উপড়ে দিয়েছেন ।