সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– গরু পাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার তাঁকে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলে বিচারক আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশ দেন। তবে এদিন অনুব্রত মণ্ডলের জামিনের জন্য আবেদন করেননি তাঁর আইনজীবী। প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট আগেই তাঁর জামিনের আবেদন নাকচ করেছে।
অন্যদিকে এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, সম্প্রতি ১৭৭টি সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এর মধ্যে বেশ কয়েকটি অ্য়াকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে, যে ২টি চালকলের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে। সিবিআইয়ের সন্দেহ অ্যকাউন্টের নথিতে সবকটি সই একই ব্যক্তি করেছে। এরকম আরো ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সিবিআই-এর আইনজীবী।
এদিকে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আসানসোল জেলে পৌঁছন গরু পাচার মামলার তদন্তকারী অফিসার বা আইও সুশান্ত ভট্টাচার্য ও সহকারী তদন্তকারী অফিসার। তারা বেশ কিছুক্ষুন জেলে থেকে সেখান থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে চলে যান। জেল সূত্রে জানা গেছে জেলে এদিন ভুয়ো অ্যাকাউন্টের বিষয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। তারপরে অনুব্রত মণ্ডলকেও নিয়ে যাওয়া হয় সিবিআই আদালতে। তবে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি।