eaibanglai
Homeএই বাংলায়রাস্তার পাশে ধস নেমে আতঙ্ক ছড়াল আসানসোলে

রাস্তার পাশে ধস নেমে আতঙ্ক ছড়াল আসানসোলে

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এবার আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া মোড় সংলগ্ন আসানসোল চিত্তরঞ্জন রাস্তা সংলগ্ন এলাকায় ধস নেমে চাঞ্চল্য ছড়াল। এদিন আচমকাই প্রায় তিন ফুট রাস্তা বসে যায় বলে জানান স্থানীয়রা।

কয়েক দিন ধরে ওই রাস্তার পাশে জলের পাইপ লাইনের কাজ চলছে। তার জেরেই ধস নেমেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই সালানপুর থানায় খবর দেন ওই এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাতি সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান রঞ্জন দত্ত। খবর দেওয়া হয় পি.এইচ.ই দপ্তরেও। স্থানটি ব্যারিকেড করে ঘিরে দেওয়ার হয় ও পি.এইচ.ই দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধস রুখতে কাজ শুরু করে দেয়।

এই প্রসঙ্গে মহম্মদ আরমান বলেন, পি.এইচ.ই দপ্তর থেকে পানীয় জলের পাইপ লাইনের কাজ চলছে। গতকাল মেশিন দিয়ে রাস্তার ভেতর হয়ে হেউম পাইপ বসানোর কাজ করা হচ্ছিল, হয়তো তারই জন্য পাশের রাস্তাটি বসে গেছে। পি. এইচ. ই দপ্তরের সাথে কথা হয়েছে খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে এদিনের ধসের জেরে ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments