সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- টোটো চালকদের বিক্ষোভ অবরোধের জেরে জেরবার আসানসোল শহর। শুক্রবার থেকে শুরু হওয়া টোটো চালকদের বিক্ষোভ আন্দোলন জারি রয়েছে শনিবারও। প্রসঙ্গত আসানসোলে শহর সংলগ্ন জাতীয় সড়কের একাংশে শুক্রবার থেকে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসানসোল দক্ষিণ থানা পুলিশ ও প্রশাসনের তরফে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শহরের টোটো চালকেরা। শুক্রবার সকাল থেকে রাস্তায় নেমে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। গতকালের মতো শনিবার সকাল থেকে জিটি রোড অবরুদ্ধ করে ফের বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা। আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড ও জিটি রোডের সংযোগস্থলে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেয় বিক্ষোভকারীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলো ছুটে যায় আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু থেকে শুরু করে এসিপি (ট্রাফিক) পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। আসানসোল দক্ষিণ থানার আইসির পক্ষ থেকে মাইকিং করে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়া ও আসানসোল দক্ষিণ থানায় বৈঠকে বসার অনুরোধ করা হতে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে শহরের টোটো চালকের এই বিক্ষোভের ফলে আসানসোল শহরের জি টি রোড ও হটন রোড মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ও সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েন। সাধারণ যাত্রীদের হয়রানির শিকার হতে হয়।