নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরের করণ প্রাঙ্গনে পূর্ণ মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপিত হল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চ্যাটার্জি , উপ-শাসক সঞ্জয় সুব্বা সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও কর্মীবৃন্দ।
এদিন প্রভাত ফেরী ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় নেতাজীর জন্মজয়ন্তী পালন। প্রভাত ফেরীতে অংশ নিয়েছেন দুর্গাপুর বিধাননগর গভর্মেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের ছাত্রীরা, দুর্গাপুরের বিশিষ্ট গুণী শিল্পীগণ ও নাগরিকবৃন্দ, মহকুমা শাসক দপ্তর ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীবৃন্দরা। এরপর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ ভাষণে যুব সমাজকে নেতাজির আদর্শ ও দেশপ্রেমকে সঙ্গে নিয়ে দেশের মানুষের জন্য কাজ করার বার্তা দেন। শেষে আবৃত্তি, সমবেত ও একক সংগীত এবং নৃত্য একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিনের অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রী ও পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।