eaibanglai
Homeএই বাংলায়বিডিওর নাম করে ফোনে উপপ্রধানদের কাছে চাকরীর ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা...

বিডিওর নাম করে ফোনে উপপ্রধানদের কাছে চাকরীর ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ৪

সংবাদদাতা, বাঁকুড়া :- নিজেকে ব্লকের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে একাধিক উপ প্রধানকে ফোন করে চাকরির ফাঁদ প্রতারকদের। আর ওই ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন উপপ্রধানদের ঘনিষ্ঠরা। ঘটনা বাঁকুড়ার ওন্দা ব্লক ও বড়জোড়া ব্লক এলাকার। অভিযোগ পেয়ে তদন্তে নেমে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে ৪ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করল বাঁকুড়া সাইবার থানার পুলিশ। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে দাবি পুলিশের। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গেছে গত ১৬ ও ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যানী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে ফোনকল আসে । ফোনের অপরপ্রান্তে থাকা প্রতারক নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও হিসাবে পরিচয় দিয়ে জানায় সংশ্লিষ্ট ওন্দা ও বড়জোড়া ব্লকে আশা কর্মী ও আইসিডিএস সহ একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে । উপ প্রধানদের আত্মীয় বা পরিচিত কেউ ইচ্ছুক থাকলে দ্রুত তাঁর সাথে যেন যোগাযোগ করে। এরপর কল্যানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মাধ্যমে তিন জন যুবক পৃথক পৃথক ভাবে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে নিয়োগের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা ফোন পে র মাধ্যমে পাঠাতে বলা হয়। প্রতারকদের কথামতো তিনজন পৃথক পৃথক ভাবে সর্বমোট ২ লক্ষ টাকার বেশি ফোন পে র মাধ্যমে নির্দিষ্ট ফোন পে একাউন্টে পাঠিয়ে দেন । তিনজনকেই জানানো হয় পরের দিন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে একটি ইন্টারভিউ নেওয়া হবে ও তার পর নিয়োগপত্র দেওয়া হবে । সেই মতো পরের দিন তিনজন সংশ্লিষ্ট বিডিও অফিসগুলিতে গেলে বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন । এরপরই তিনজন পৃথক পৃথক ভাবে ওন্দা ও বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে বাঁকুড়া সাইবার থানা । বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে সাইবার থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বারাসত এলাকার চারজনকে চিহ্নিত করে । গতকাল রাতে বারাসাত এলাকায় হানা দিয়ে ওই চার প্রতারককে গ্রেফতার করে বাঁকুড়ায় নিয়ে আসে । আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। যদিও ধৃতরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments