eaibanglai
Homeএই বাংলায়ভারতীয় ডাক বিভাগে বিশেষ জায়গা করে নিল বাঁকুড়া

ভারতীয় ডাক বিভাগে বিশেষ জায়গা করে নিল বাঁকুড়া

সংবাদদাতা, বাঁকুড়া :- বাঁকুড়ার জেলার মুকুটে যুক্ত হল নয়া পালক। এবার ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে জায়গা করে নিল বাঁকুড়ার ঐতিহ্যবাহি বিকনার ডোকরা শিল্প ও বিষ্ণুপুর সঙ্গীত ঘরাণা। বুধবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের সি.পি.এম.জি জে.চারুকেশী, দক্ষিণ বঙ্গ রিজিওনের পি.এম.জি শশী শালিনী কুজুর সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

সি.পি.এম.জি জে.চারুকেশী এদিন বলেন, বাঁকুড়ার ঐতিহ্যবাহি শিল্পকর্ম ও সংস্কৃতিকে তাঁরা তুলে ধরার চেষ্টা করছেন। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন বিকনার ডোকরা শিল্প ও রবীন্দ্র স্মৃতিধন্য বিষ্ণুপুর সঙ্গীত ঘরাণাকে বিশেষ খামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী দিনে ডাক বিভাগের হাত ধরে সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে বাঁকুড়ার এই ঐতিহ্যবাহি শিল্পকর্ম ও সঙ্গীত ঘরাণা। একই সঙ্গে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহি মন্দির গুলিকে নিয়ে এই ধরণের কাজের ভাবনা ডাক বিভাগের রয়েছে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments