নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যোশীমঠের ঘটনার পুনরাবৃত্তি রুখতে অভিনব উদ্যোগ নিলেন দুর্গাপুরের এক দম্পতি। ক্রমশ বাড়ছে গঙ্গা দূষণ, বাড়ছে বৃক্ষ নিধন, হত্যা করা হচ্ছে পরিবেশের একের পর এক বৈচিত্র। আর সেই সব সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছেন দুর্গাপুরের জব্বর পল্লীর শুভ চক্রবর্তী ও রমা চক্রবর্তী। সেই লক্ষ্য নিয়ে বুধবার দুপুর ১টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স থেকে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তাঁরা। সেখানে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে পরিবেশকে বাঁচানোর আবেদন জানাবেন দুর্গাপুরের এই দম্পতি। আর দীর্ঘ এই পথ অতিক্রম করতে তাঁদের সময় লাগবে প্রায় ২ মাস।
এই যাত্রার সূচনা করে দম্পতির এই উদ্যোগের প্রশংসা করেন দুর্গাপুরের মহানাগরীক অনিন্দিতা মুখোপাধ্যায় । তিনি বলেন সর্বদা মানুষের জন্য চিন্তা করে ওই দম্পতি। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় ওই দম্পতিকে। এবার পরিবেশ বাঁচাতেও ঝাঁপিয়ে পড়েছেন এঁরা।
অন্যদিকে দম্পতির দাবি তাঁরা এই দু মাস ধরে সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ বাঁচানোর বার্তা দেবেন। যোশীমাঠে ফাটলের জন্য দায়ী মানুষ সেই বার্তা দিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানাবেন। দম্পতির এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে শিল্পাঞ্চলবাসী।