eaibanglai
Homeএই বাংলায়ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা

ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– ৫০ হাজার বছরে একবার দেখা মেলে তার। চলতি মাসের শেষে দেখা যাবে বিরল সি/২০২২ ই৩ ধূমকেতু। বিজ্ঞানীদের দাবি ৫০ হাজার বছরে পৃথিবীর থেকে মাত্র একবারই দেখা মেলে তার। শেষবার হিমযুগে দেখা গিয়েছিল এই ধূমকেতুটি। এবার ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে ফের একবার দেখা যাবে তাকে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুটি গত বছরের মার্চ মাসে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন। এরপরই চার নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩। সেই সময় এটি বৃহস্পতির কক্ষপথে ছিল ।
নাসার মতে, সি/২০২২ ই৩ বর্তমানে অভ্যন্তরীণ সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহে পৃথিবীর খুব কাছে আসতে পারে এবং ২ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি চলে আসবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি যখন পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে তখন রাতের আকাশে এটি খালি চোখে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। তবে উত্তর গোলার্ধে এটি ভোরের আকাশে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments