সংবাদদাতা,আসানসোলঃ– মাদলের ছন্দে,মেতে উঠুন- এই বার্তা দিয়ে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের ১৫টি জেলার ১০২টি আদিবাসি অধ্যুসিত ব্লকে আজ থেকে শুরু হয়েছে জয় জোহার মেলার। ৩০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা । যেখানে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য,গান,, শিল্প, ও সংস্কৃতির প্রচার, প্রসার প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।
সেই মতো শনিবার সালানপুর ব্লকের মালবহাল ফুটবল ময়দানে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন ও সিধু-কানুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে জয় জোহার মেলার উদ্বোধন করলেন বরাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও অদিতি বসু,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহাম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং সহ বিশিষ্ট জনেরা।