নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর সুপরিচিত বাচিক শিল্পচর্চা কেন্দ্র “স্বরবাক”। যার পরিচালনায় কবিতা, আবৃত্তি, প্রবন্ধ,গল্প পাঠ ইত্যাদি বাচিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ২৮ জানুয়ারী, ২০২৩ স্থানীয় ১৮-রুমড হোস্টেল প্রাঙ্গণে। বিভিন্ন বয়সসীমা অনুযায়ী মোট পাঁচটি বিভাগে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগীতায়।
সংস্থার কর্ণধার বিপ্লব মুখোপাধ্যায় জানালেন “স্বরবাক” এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল হওয়া প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।