নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর শিল্পতালুকে শসাক দলের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ উঠল। প্রতিবাদে এদিন স্থানীয় এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় নির্মাণ সামগ্রী সরবরাহকারীরা। খবর পেয়ে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। যদিও পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।
নতুন নির্মাণ সামগ্রী সরবরাহকারী গোষ্ঠীর সদস্য অনুপ দত্ত এদিন অভিযোগ করেন পুরনো গোষ্ঠীর সদস্যরা জোরপূর্বক কারখানা কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছে যাতে কেবল মাত্র শাসকদলের ঘনিষ্ঠদের কাছ থেকেই সামগ্রী কেনা হয়। ফলে কারখানা কর্তৃপক্ষ নতুন নির্মাণ সামগ্রী সরবরাহকারীদের বরাত দিয়েও তাঁদের কাছ থেকে জিনিস নিতে পারছেন না। প্রতিবাদে এদিন ট্রাকে করে নির্মাণ সামগ্রী নিয়ে কারখানার গেটের সামনে রেখে প্রতিবাদে সামিল হন তাঁরা। যদিও পুরনো গোষ্ঠীর সদস্য অর্থাৎ যারা কিনা তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাদের একজন সংগ্রাম মুখার্জীর দাবি করেন, তাঁরা কোনো দলের ঘনিষ্ঠ নন বা কোনও দল করেন না এবং নির্মাণ সামগ্রী সরবরাহের জন্য কারও উপর চাপও সৃষ্টি করেননি।
অন্যদিকে বিষয়টি নিয়ে কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য দাবি করেন ওই ঘটনা সিন্ডিকেটের কোনও দখলদারী নয় বরং দুই সংস্থার নির্মাণ সামগ্রী সরবরাহকারীদের বিবাদ। সিপিআইএম ছেড়ে কিছু লোক তৃণমূলে এসে এই সমস্যার তৈরি করছে। পাশাপাশি তিনি দাবি করেন এতে দলের কিছু কিছু করার নেই, প্রশাসন তাঁদের মতো করে ব্যাবস্থা নেবে।