নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আদানিকাণ্ডে সাধারণ মানুষের গচ্ছিত অর্থের নিরাপত্তার দাবিতে এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবীতে সমস্ত দেশবাসীকে এক হওয়া ডাক দিয়ে মঙ্গলবার দুর্গাপুরের বিধাননগর স্টেট ব্যাঙ্ক শাখার সামনে একটি পথ সভার আয়োজন করে সিপিআইএম নেতৃত্ব। সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান সিপিআইএম-এর জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার।
তিনি বলেন, স্টেট ব্যাংক এবং এলআইসি থেকে ঋণ নেওয়া শিল্পপতি আদানি গোষ্ঠীর শেয়ার মার্কেটে ধস নেমেছে। আর তাতেই উদ্বেগ বাড়িয়েছে আমানতকারী গ্রাহকদের। কারণ আদানী গোষ্ঠীর ঋণের ৪০ শতাংশই স্টেট ব্যাঙ্ক থেকে নেওয়া। মোদী সরকারের নির্দেশেই ওই ঋণ পেয়েছে আদানীরা। অন্যদিকে এই আদানী কাণ্ডের জেরে এলআইসি -এর১৮ হাজার কোটি টাকা লোকসান হয়েছে । সাধারণ মানুষ তাদের সঞ্চিত পুঁজি স্টেট ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও এলআইসিতে রেখেছে। তাই গ্রাহকের টাকার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে। এটা যেন না বলা হয় মানুষের টাকা আর পাওয়া যাবে না।
প্রসঙ্গত সম্প্রতি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ (বিনিয়োগ গবেষণা সংস্থা) এর রিসার্চের একটি রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠীর ঘাড়ে বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে। এর পাশাপাশি তারা দাবি করেছে, আদানি গ্রুপ ‘বহু বছর ধরেই অভাবনীয় স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতিতে জড়িত।’ আর ওই রিপোর্ট প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের দামে বিশাল পতন হয়। ধস নামে ভারতের শেয়ার বাজারেও।