নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রায় এক মাসের মধ্যে ডাকাতির ঘটনার কিনারা করে লুঠ হওয়া সামগ্রী উদ্ধার করল দুর্গাপুরের কোক-ওভেন থানার পুলিশ। ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শেখ আজিম, বয়স ২২ বছর। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতী সগরভাঙ্গার মুসলিম পাড়ার বাসিন্দা।
প্রসঙ্গত গত ১২.১২.২০২২ রাতে কোক-ওভেন থানার দেশবন্ধুনগরের বাসিন্দা এক বিধবা মহিলার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ওই বাড়ি থেকে নগদ ৩৫ হাজার টাকা, কিছু সোনার অলঙ্কার, দামি মোবাইল ফোন, সিসি টিভি ক্যামেরা সহ বেশকিছু সামগ্রী লুঠ করে পালায়। পরের দিনই থানার অভিযোগ জানান ওই মহিলা। অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে পুলিশ। তদন্তে নেমে শেখ আজিম নামে এক
দুষ্কৃতীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ওই ডাকাতির বিষয়ে অনেক তথ্য জানতে পারে পুলিশ। পুলিশের দাবি জেরায় ধৃত ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নেয়। এমনকি ওই ডাকাতির ঘটনায় আরও চারজন যুক্ত ছিল বলে জানতে পারে পুলিশ। অন্যদিকে শেখ আজিমকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া সূত্র ধরে বিভিন্ন এলাকায় হানা দিয়ে ডাকাতিতে লুঠ হওয়া বেশকিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। বাকি সামগ্রী উদ্ধারের জন্য তদন্ত জারি রেখেছে পুলিশ। পাশাপাশি ওই ডাকাতির ঘটনার যুক্ত বাকিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।