সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– আমাদের জীবনে ভগবানকে স্মরণ করবার জন্য আমরা বিভিন্ন রকম মন্ত্রের শরণাপন্ন হয়। মন্ত্র কথার অর্থ হলো মন তোর। অর্থাৎ সমগ্র মন দিয়ে ভগবানকে যখন ডাকা হয় তখনই তিনি আমাদের অন্তরাত্মার আহ্বান শুনে সাড়া দেন। এই কারণে ভগবানকে প্রার্থনা করার সময় আমরা যখন যে মন্ত্র বলছি সেই মন্ত্রের অর্থ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থ না জেনে শুধুমাত্র মন্ত্র বলার জন্য মন্ত্র বলে গেলে তা ঠিক মতো হৃদয়ঙ্গম হয় না। আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কর্মের কারণ এবং তিনি কর্মফল দাতা। তাই শত অপরাধী ব্যক্তি ও যদি অন্তিমে তাঁর স্মরণ করেন পরম দয়ালু ভগবান তাকে দয়া করে তাঁর পাদপদ্মে ঠাঁই দেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আমরা সকলেই জানি কিন্তু সেই মন্ত্রের অর্থ কী তা আমরা জানি না। চলুন আজ জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের আসল অর্থ কী?
ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হলো,“হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে।।”
এই মন্ত্রের বাংলা অনুবাদ হলো,“হে আমার প্রিয় কৃষ্ণ! তুমি করুনার সিন্ধু, তুমি দীনজনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতি রাধা রানীর প্রেমাস্পাদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।”