সংবাদদাতা,বাঁকুড়াঃ- পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগরের মাছ ব্যবসায়ীর রহস্যজনক খুনের কিনারা করল পুলিশ। ঘটনায় গৌতম মাঝি নামে ৪২ বছরের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে । ধৃত ব্যক্তি মৃত মাছ ব্যবসায়ীর পূর্ব পরিচিত। পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত। আজ ধৃত গৌতম মাঝিকে আদালতে পেশ করে পুলিশ।
প্রসঙ্গত গত ১৮ জানুয়ারি রাত থেকে নিখোঁজ থাকার পর ১৯ জানুয়ারি হাটকৃষ্ণনগরের কেয়াদিঘির মাঠ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় এলাকার মাছ ব্যবসায়ী বিনোদ দলুই(৩৮)এর। মৃতের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পাত্রসায় থানার পুলিশ। তদন্তে নেমে খুনের ধরণ ও ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশ বুঝতে পারে খুনি মৃত ব্যক্তির পূর্ব পরিচিত। তদন্তে পুলিশ এও জানতে পারে বিনোদ দলুইয়ের বাড়িতে গৌতম মাঝি নামক এক ব্যক্তির প্রায়ই যাতায়াত করে। এরপরই গতকাল পুলিশ তাকে আটক করে জেরা করতে শুরু করলে খুনের কথা স্বীকার করে নেয় সে। জেরায় পুলিশ জানতে পারে গৌতম মাঝির সাথে বিনোদের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল । গৌতম মাঝে মাঝে বিনোদের বাড়িতে রাতে থেকে যেত । এদিকে দুজনের আচার আচরণে পরিবর্তন লক্ষ্য করে বিনোদ গৌতমকে তার বাড়িতে আসতে নিষেধ করে দেয় । স্ত্রীকেও গৌতমের সঙ্গে যোগাযোগ রাখতে বারন করে দেয় । কিন্তু বিনোদের স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল গৌতম । প্রেমে বাধা পেয়ে গৌতম বিনোদকে রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য খুনের পরিকল্পনা করে । সেই মতো ঘটনার দিন দুপুরে গৌতম বিনোদকে ফোন করে সমস্যা মিটিয়ে নেবার জন্য অনুরোধ করে । বিনোদ গৌতমকে সন্ধ্যায় বাজারে যেতে বলে । সেইমতো ১৮ তারিখ রাতে গৌতম বাজারে গিয়ে বিনোদের সঙ্গে দেখা করে এবং তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় । কথাবার্তা বলতে বলতে আচমকা গৌতম একটি লোহার রড নিয়ে বিনোদের উপর চড়াও হয় ও তার মাথায় আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে বিনোদের গলায় থাকা মাফলার দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এলাকা ছেড়ে পালিয়ে যায় ।