সূচনা গাঙ্গুলী,কলকাতাঃ- কলকাতা আন্তর্জাতিক বইমেলা মানেই এক ছাদের নীচে ভিন্ন স্বাদের লক্ষ লক্ষ বইয়ের সম্ভার, প্রবীণ প্রতিভার সঙ্গে নবীন প্রতিভার ছড়াছড়ি। প্রতিদিন হাজার হাজার পাঠকের ভিড়। পাঠক-পাঠিকার সঙ্গে কবিদের সরাসরি সাক্ষাৎ। নিত্য নতুন দৃশ্য সেখানে প্রতিনিয়ত হাজির হয়। যেমন এবার দেখা গেল অন্যরকম বিরল দৃশ্য। গত ৫ ই ফেব্রুয়ারি একই দিনে দু’টো ভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হলো মাতা-কন্যার একাধিক কাব্যগ্রন্থ।
পশ্চিম বর্ধমানের বার্ণপুরের গৃহবধূ মুনমুন মুখার্জ্জী দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। বহুবার বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে সম্মান্ননা পেয়েছেন। এর আগেও কলকাতা বইমেলায় তার কবিতার বই প্রকাশিত হয়েছে। এবারতো একসঙ্গে তিনখানা ভিন্ন স্বাদের কবিতার বই দিনের আলোর মুখ দেখল। সেগুলি হলো ২৮ টা প্রেমের কবিতা সমৃদ্ধ – যে আঙুল ছুঁয়েছিল তোমায়, ৩০ টা প্রতিবাদী কবিতা সমৃদ্ধ – বধিরের দরবারে এবং ১২ টা প্রতিবাদী কবিতা সমৃদ্ধ – সময়ের দাবি। কবির আশা অতীতের মত এবারও তার বইগুলি পাঠকের আনুকূল্য পাবে।
অন্যদিকে মুনমুন কন্যা তানেয়া টুকটাক লেখালেখি করলেও এই প্রথম দিনের আলোর মুখ দেখল তার লেখা ২৬ টা কবিতা সমৃদ্ধ – ভালোবাসা আঁটে চার হরফে। প্রতিটি কবিতা ভিন্ন স্বাদের।
মুনমুন দেবী বললেন – লেখালেখি করি ঠিকই, কিন্তু কখনোই ভাবিনি আমার বা আমার মেয়ের লেখা বই ছাপার অক্ষরে পাঠকের দরবারে হাজির হবে। মা হিসাবে মেয়ের জন্য খুবই গর্ব হচ্ছে। আশাকরি পাঠকরা তার লেখা কবিতাগুলি থেকে কাব্যরস খুঁজে পাবেন। যদিও নিজের লেখা কবিতা নিয়ে তানেয়া বিশেষ কিছু বলতে চাইলনা।