eaibanglai
Homeএই বাংলায়কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ করল দুর্গাপুরের সিটু নেতার কবিতার বই

কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ করল দুর্গাপুরের সিটু নেতার কবিতার বই

সংবাদদাতা,কলকাতাঃ- রবিবার ৪৬তম কলকাতা বইমেলায় এক ছোট্ট অনাড়ম্বর অথচ আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল দুর্গাপুরের সিটু নেতা তথা যুক্তিবাদী সংগঠনের কর্মী সৌরভ দত্তের কবিতার বই ‘রক্ত ঘাম স্বপ্নের ইস্তেহার’। বইটি প্রকাশনা করেছে ‘একুশ শতক’। বই প্রকাশের আনুষ্ঠানে সৌরভবাবুর মা (অঞ্জু দত্ত), স্ত্রী (মৌ সেন) ছাড়াও তাঁর বন্ধু, সহকর্মী, তাঁর সংগঠনের প্রতিনিধি সহ আপজনেরা তো উপস্থিত ছিলেনই। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক অঞ্জন বেরা, মানবাধিকার আন্দোলনের সুপরিচিত ব্যক্তিত্ব অম্বিকেশ মহাপাত্র সহ আরও অনেকে।

বই প্রকাশের এই আন্তরিক অনুষ্ঠানটি অন্য মাত্রা পায় সৌরভবাবুর সংগঠনের সহযোদ্ধা এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সোমনাথ হাজরার যন্ত্রানুসঙ্গে বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয়তীর গানে। ‘রক্ত ঘাম স্বপ্নের ইস্তেহার’ বইয়ের একটি কবিতা ‘সেই মিছিলেতে হাঁটি’-তে সুরারোপ করে গাওয়া জয়তীদেবীর গান সকলের মন ছুঁয়ে যায়। সব মিলিয়ে এদিনের বই প্রকাশের অনুষ্ঠান জমে ওঠে।

দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্তের কবিতার বই (‘রক্ত ঘাম স্বপ্নের ইস্তেহার’) পাওয়া যাচ্ছে ‘একুশ শতক’-এর (৫ নম্বর গেটের কাছে) ৩১৫ নম্বর স্টল ছাড়াও ‘লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন’-এর ১০ নম্বর টেবিলে (‘হেতুবাদী’ পত্রিকার টেবিল)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments