সংবাদদাতা,আসানসোলঃ– খাবার হোটেলের সামনেই দাঁড়িয়ে থাকা স্কুটি চুরি করতে গিয়ে হোটেলের কর্মীদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়লো তিন দুষ্কৃতী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাটি। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় আসানসোলের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া মোড় সংলগ্ন সাইনি হোটেলের সামনে।
জানা গেছে গতকাল সন্ধ্যায় ওই তিন দুষ্কৃতী খাবার খেতে সাইনি হোটেলে যায়। খাবার খাওয়া হয়ে গেলে তারা হোটেলের সামনেই ঘোরাঘুরি করতে থাকে। লোকজন ফাঁকা দেখে সুযোগ বুঝে একজন হোটেলের সামনে দাঁড় করানো হোটেল মালিকের স্কুটিটি একটি চাবি ঘুরিয়ে চালু করে। ঠিক সেইসময় বিষয়টি নজরে পড়ে যায় হোটেলের এক কর্মীর এবং তিনি সঙ্গে সঙ্গে দৌঁড়ে গিয়ে তাকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মীরাও ছুটে যায় ও অন্য দুজনকে ধরে ফেলে। পরে তাদের কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন হোটেল মালিক সুমিত কুমার সূত্রধর।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিন দুষ্কৃতী বারাবনি ব্লকের বড়ডাঙ্গা এলাকার বাসিন্দা। ধৃতরা হলো সুকেন মারান্ডি (১৮),রাধে মারান্ডি (২৫) ও সাহেব মারান্ডি(২১)। ধৃতদের কাছ থেকে থেকে একটি সুজুকি মোটর সাইকেল সহ কয়েকটি গাড়ির চাবি এবং একটি মাস্টার চাবি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে ওই ঘটনায় বড় কোনও গাড়ি পাচারচক্রের যোগ রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।