নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার রাতে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুরের এক সিপিএম নেতার। মৃত নেতার নাম সজল সুর, বয়স ৫৮ বছর। তিনি ডিপিএল’র কর্মী ছিলেন। সিপিএমের ডিপিএল এরিয়া কমিটির সদস্য হওয়ার পাশাপাশি তিনি ট্রেড ইউনিয়ন নেতাও ছিলেন।
জানা গাছে গতকাল রাতে ডিপিএল কলোনির তাঁর কোয়ার্টার থেকে নাইট সিফটের ডিউটি করার জন্য তিনি বাইক নিয়ে বেরিয়েছিলেন। পথে ডিপিএল কলোনির মধ্যেই দ্রুত গতিতে থাকা একটি বাইক তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়েন সজলবাবু এবং গুরুতর জখম হন। কোকওভেন থানার পুলিশ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে মহকুমা হাসপাতালেই মৃতদেহের ময়নাতদন্ত হয়।
অন্যদিকে এদিন ওই দুর্ঘটনা নিয়ে সরব হন পশ্চিম বর্ধমান জেলার সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার । তিনি দাবি করেন দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘাতক বাইকটিতে দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল এবং বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় দুর্ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি তোলেন তিনি। পাশাপাশি এদিন তিনি পুলিশের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন। পঙ্কজবাবু বলেন, পুলিশ হেলমেট চেকিংয়ের নামে পয়সা কালেকশন করছে, ট্রাফিক নিয়ম পালনের উপর যথেষ্ট নজরদারি নেই পুলিশের। ফলে মদ্যপ অবস্থায় গাড়ি ও বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে যুবকেরা ।’সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নিয়েও এদিন কটাক্ষ করেন পঙ্কজবাবু। তিনি বলেন কোথায় লাইফ সেভ হচ্ছে! পাশাপাশি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামারও হুমকি দেন তিনি।
প্রসঙ্গত ঘাতক বাইকটির দুই আরোহীর মধ্যে একজন দুর্ঘটনায় জখম হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।