সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- শহর যানজট মুক্ত করতে ও পরিছন্ন করতে উচ্ছেদ অভিযানে নামল আসানসোল পৌরনিগম। শহরের সরকারি জমিতে থাকা জবরদখলকারীদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে পুরসভা। সেইমতো শুক্রবার আসানসোলের কন্যাপুরে ডিএম অফিস রাস্তার পাশে সরকারি জমিতে থাকা দোকানদারদের উচ্ছেদ করা হল। আসানসোল পৌরনিগম এবং আসানসোল উত্তর থানার পুলিশের উদ্যোগে সরকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়।
দিন কয়েক আগে এলাকার দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল পুরসভার পক্ষ থেকে। এমনকি সরে যাওয়ার জন্য মাইকিং করেও এলাকার দোকানদারদের জানানো হয়েছিল। অবশেষে এদিন অবৈধভাবে গজয়ি ওঠা দোকান উচ্ছেদ অভিযানে নামে পুরসভা।
এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী কল্পনা মোদক নোটিশের কথা স্বীকার করে নিয়ে বলেন, আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরই কাউন্সিলর ও মেয়রকে জানানো হয়েছিল। তখন পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পুনর্বাসন না দিয়েই দোকান ভেঙে দেওয়া হল। অন্যদিকে উত্তম চক্রবর্তী নামে এক ব্যবসায়ী বলেন, নোটিশ পাঠিয়েছিল তারপর পুলিশ পাঠিয়ে তিনদিনের মধ্যে দোকান তোলার জন্য বলা হয় । সামনেই হসপিটাল, হসপিটালে যারা দূর-দূরান্ত থেকে আসেন, তাঁদের জন্য তো খাবারের ব্যবস্থা করতে হবে। মেয়র বলছেন আসানসোল পরিষ্কার চাই। আমরাও একমত কিন্তু সবকিছু স্বচ্ছ ভাবে হচ্ছে কি? প্রশ্ন তোলেন তিনি।