সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল রানীগঞ্জে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এলাকার এক বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার ও বাউরী সমাজের সদস্যরা। পাশাপাশি দু দফায় সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা।
জানা গেছে শনিবার দুপুরে জামুরিয়ার মিঠাপুরের বাসিন্দা বছর ২৮ এর কুসুম বাউরি প্রসব যন্ত্রণা নিয়ে রানীগঞ্জের ওই নার্সিংহোমে ভর্তি হয় ও রাত সাড়ে এগারোটা নাগাদ সন্তানের জন্ম দেন। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয় ও মৃ্ত্যু হয়। মৃতের পরিজনের অভিযোগ চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয় ওই প্রসূতির এবং রবিবার সকাল থেকে নার্সিংহোমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় বাউরী সমাজের সদস্যরাও ওই বিক্ষোভে সামিল হয় এবং কর্তব্যরত চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাতে থাকে। পরে সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ শুরু করেন বাউরী সমাজের সদস্যরা। খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে পৌঁছয় ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।