সংবাদদাতা, বাঁকুড়া:- বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের আবাসিকদের উপর চলছে অকথ্য নির্যাতন। এমনই অভিযোগ তুলে নেশা মুক্তি কেন্দ্রে ভাংচুর চালিয়ে আবাসিকদের নিয়ে চম্পট দিল পরিবারের লোকজন । ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুরের কবরডাঙ্গা এলাকার।
স্থানীয়দের মতে বিষ্ণুপুরের কবরডাঙ্গা এলাকায় বেশ কিছুদিন ধরেই বেসরকারি উদ্যোগে ওই নেশা মুক্তি কেন্দ্রটি গড়ে ওঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন নেশার হাত থেকে প্রিয়জনদের মুক্ত করতে ওই কেন্দ্রে আপনজনদের রেখেছিলেন। জানা গেছে বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৪ জন ওই কেন্দ্রে ভর্তি ছিল। তাদের চিকিৎসা ও খাওয়া দাওয়ার জন্য আবাসিকদের পরিবারদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকাও নেওয়া হতো। কিন্তু অভিযোগ নেশা ছাড়ানোর নামে ওই কেন্দ্রের আবাসিকদের উপর দিনের পর দিন শারিরীক অত্যাচার চালানো হচ্ছিল। এমনকি তাদের অত্যান্ত নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ ওঠে।
এইসব অভিযোগ পেয়ে রবিবার ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে জড়ো হন আবাসিকদের আত্মীয়রা এবং তাঁরা প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে আবাসিকদের আত্মীয়দের তুমুল বচসা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আবাসিকদের আত্মীয়রা ও ওই কেন্দ্রে ভাঙচুর চালিয়ে আবাসিকদের নিয়ে তারা পালিয়ে যান বলে অভিযোগ।
অন্যদিকে ওই নেশামুক্তি কেন্দ্রের কোনও তথ্যই তাদের কাছে নেই বলে দাবি করেছে পুরসভা। পুরসভার মতে তাদের কাছ থেকে এধরণের কোনও কেন্দ্রের জন্য অনুমোদন নেওয়া হয়নি। এরপরই ওই নেশামুক্তি কেন্দ্রের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কেন্দ্রর কর্তৃপক্ষ গণ।