সংবাদদাতা,বাঁকুড়াঃ– ফের জয়পুর এবং বিষ্ণুপুর জঙ্গলের একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার সকালে আগুন লাগার ঘটনা নজরে আসলে এলাকায় ছুটে যায় বন দফতর, দমকল বাহিনী। স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনেন দমকল কর্মীরা ।
আজ সকালের দিকে জয়পুর লাগোয়া জঙ্গলে আগুন জ্বলতে দেখেন স্থানীয় একটি রিসোর্টের কর্মচারীরা। সঙ্গে সঙ্গে তাঁরা নিজেরাই ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং বন দফতরে খবর দেন। পরে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বনকর্মীরা একযোগে জল ছড়িয়ে ও ঝরা পাতার সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। কিন্তু ওই আগুন নিভতে না নিভতেই দুপুরের দিকে ফের বিষ্ণুপুরের যাদবনগর এলাকায় জঙ্গলে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় ও আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্লোয়ার নিয়ে মাঠে নামে বনকর্মীরাও।
প্রসঙ্গত চলতি বছরে জঙ্গলে আগুন লাগার ঘটনা রুখতে বাড়তি তৎপর রয়েছে বন দফতর। এলাকায় এলাকায় মাইকে করে প্রচার ছাড়াও জঙ্গলগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বন দফতরের তরফে। তার মধ্যেই এদিনের আগুন লাগার ঘটনা সামনে আসে। তবে কি কারণে এদিন দু’দুবার আগুন লাগল তার কারণ জানা যায়নি বলে জানিয়েছে বনদপ্তর। তবে কেউ ইছাকৃত ভাবে আগুন লাগিয়ে থাকলে তাকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও বনদপ্তরের তরফে দাবি করা হয়েছে।