নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এবার সাইবার হ্যাকিং এর শিকার দক্ষিণ বঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল – ‘এই বাংলায় ডট্ কম’। গত চারদিন যাবৎ পোর্টালের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে চলেছে আমেরিকার পেনিসিলভানিয়ার একটি ভাড়াটে হ্যাকিং সংস্থা, বলে ‘এই বাংলায় ডট্ কম’র কারিগরী ও প্রযুক্তিগত তদারকির জন্য নিয়োজিত হায়দরাবাদস্থিত একটি তথ্য প্রযুক্তি সংস্থা বুধবার রাত্রে জানিয়েছে। একই অভিমত কলকাতার এক ওয়েব ডিজাইনারের। গোটা বিষয়টিতে ‘এই বাংলায় ডট্ কম’ শীঘ্রই সাইবার অপরাধ দমন শাখার কাছে একটি অভিযোগ দায়ের করতে চলেছে এই রহস্য উদঘাটন করার জন্য যে কে বা কারা পেনিসিলভানিয়ার ওই হ্যাকিং সংস্থাকে ভাড়া করল এবং তার নেপথ্যের উদ্দেশ্যই বা কি?
নিউজ পোর্টালটি যদিও বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রয়েছে। এবিষয়ে ‘এই বাংলায় ডট কমে’র প্রধান সম্পাদক মনোজ সিংহ এদিন বলেন, “আমাদের অনুমান শহর দুর্গাপুরের কিছু প্রভাবশালীই রয়েছেন এর নেপথ্যে। তাদের উদ্দেশ্য ‘এই বাংলায় ডট কম’র সম্প্রচার কে রুখে দেওয়া।” তিনি বলেন, “ওয়েব পোর্টালকে ভয় দেখিয়ে, ওয়েবসাইট হ্যাক করে সত্য ও সঠিক সংবাদ পরিবেশন কিছুতেই বন্ধ করা যাবে না। আমরা আমাদের কাজ আরো এগিয়ে নিয়ে যাবই, কারন- আমাদের অগনিত পাঠকের কাছে আমরা সরাসরি দায়বদ্ধ। আমরা বিশ্বাস করি – ‘সত্য বিলম্বিত কিন্তু পরাজিত নয়’ – এই নির্জলা সত্যে।”