নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার কাণ্ড দুর্গাপুরে। মৃতদেহ জাতীয় সড়ক ফেলে রেখে চলল তুমুল বিক্ষোভ। বিক্ষোভের জেরে জাতীয় সড়কের দুটি লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল বিশাল পুলিশ বাহিনী।
দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় ডিভিসি মোড়ে জাতীয় সড়কে। জানা গেছে ওই সময় কাজ থেকে বাড়ি ফিরছিলেন শ্রীকান্ত গুপ্ত নামে বছর ৩৭ এর এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান ডিভিসি মোড়ে জাতীয় সড়ক পারাপার করার সময় আসানসোল গামী একটি পিকআপভ্যান তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন। উড়ালপুল ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়কের উপর মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় ১ ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনরেটের পদস্থ কর্তারা ছুটে গেলে তাঁদের ঘিরে রেখে বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ জনতা। এমনকি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর পুলিশ লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই ডিভিস মোড় এলাকায় একটি উড়ালপুলের দাবি জানাচ্ছেন তাঁরা। এমনকি জাতীয় সড়ক কর্তৃপক্ষ উড়ালপুল করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয় হয়নি। এদিকে দিনের পর দিন ডিভিসি মোড় এলাকায় দুর্ঘটনা বাড়ছে। গত এক বছরে ওই এলাকায় প্রায় ১০- ১২ জন দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটছে মৃত্যুর ঘটনাও।