সংবাদদাতা, বাঁকুড়া:- ক্যালেন্ডার বলছে শীত চলে গেছে, আগামন ঘটেছে ঋতুরাজ বসন্তের। কিন্তু এই বসন্তের সকালেও কুয়াশার দাপট। সঙ্গে মেঘলা আকাশ, কোথায় কোথায় ইলিশে গুঁড়ি বৃষ্টি।
রাজ্যবাসীর পাশাপাশি সোমবার সকালে ভরা বসন্তে রীতিমতো শীতের আমেজ অনুভব করল বাঁকুড়াবাসী। কুয়াশার দাপট তো ছিলই সঙ্গে দোসর ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়তে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও এদিনের ভোর ছিল কুয়াশায় মোড়া। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো অধিকাংশ যানবাহন গুলিকে আলো জ্বালিয়েই যাতায়াত করতে হয়। প্রাতঃভ্রমণকারীরা জানান সকালের দিকে কুয়াশার দাপট এতটাই ছিল যে পাশের জনকেও দেখা যাচ্ছিল না।
হাওয়া অফিস জানিয়েছে আগামিকাল থেকে আকাশ থাকবে মেঘমুক্ত পরিষ্কার । দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে।