সংবাদদাতা, বাঁকুড়া:- সোনামুখীর পথে সাত সকালে পুলিশ সুপার সহ গণ্যমান্যরা। প্রায় সাড়ে তিনশো অংশগ্রহণকারীর সঙ্গে ম্যারাথন দৌড়ে দৌঁড়লেন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আর তাঁদের উৎসাহিত করতে কুয়াশার দাপট উপেক্ষা করে সাত সকালে রাস্তার দুই ধারে হাজির হয়েছিলেন শহরের হাজার হাজার সাধারণ মানুষ ।
প্রসঙ্গত বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার পরিচালনায় সোনামুখীতে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু হয়েছে । সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সকালে সোনামুখীতে জুনসূরা থেকে রথতলা পুলিশ ফাঁড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। যেখানে পুলিশ আধিকারিকদের পাশাপাশি এলাকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন। আর তাঁদের সঙ্গে ম্যারাথনে পা মেলান বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি , বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস , বিষ্ণুপুর মহকুমা এসডিপিও কুতুব উদ্দিন খান , সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য , সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি , ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা
ম্যারাথন দৌড়ের পাশাপাশি সাতদিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষদের সচেতন করতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । যেমন রবিবার একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যার বিষয়বস্তু ছিল পথ নিরাপত্তা । পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় । আয়োজন করা হয়েছিল পথ নাটিকা। যার মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।