eaibanglai
Homeএই বাংলায়জঙ্গল মহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

জঙ্গল মহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ার জঙ্গলে ঢুকছে প্রায় ৭৭টি হাতির দল। বর্তমানে বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির ওই দলটি। দলে খুনে হাতি থাকায় গত কয়েক মাসে ঘটে গেছে বেশ কয়েকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা। এই হাতির দলের তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত জঙ্গল লাগোয়া গ্রামগুলির স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে হাতি উপদ্রুত জঙ্গল লাগোয়া তিনটি পরীক্ষাকেন্দ্রকে ইতিমধ্যেই বিপদপ্রবণ হিসাবে চিহ্নিত করেছে বন দফতর। এগুলি হল বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড় হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল। তাই ওই পরীক্ষাকেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর। জঙ্গল লাগোয়া কুড়িটি গ্রাম থেকে সবমিলিয়ে শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে বন দফতের তরফে। এরজন্য মোট ১৪টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র সেই রুট ধরেই পরীক্ষার্থীদের নিয়ে গাড়িগুলিকে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জঙ্গলপথগুলির প্রতিটিতে যথেষ্ট সংখ্যক হুলা পার্টি মোতায়েন করা হয়েছে। বন দফতরের এই উদ্য়োগে কিছুটা হলেও স্বস্তিতে পরীক্ষার্থীদের পরিবার ও পরীক্ষার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments