সংবাদদাতা,বাঁকুড়াঃ- সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নিল স্বাস্থ্যকেন্দ্র। ঘটনা বাঁকুড়ার শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর।
জানা গেছে শালতোড়া ব্লকের শিরপুরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরী (৪৫) গতকাল সন্ধ্যায় অত্যাধিক পরিমাণে বমির সমস্যা নিয়ে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসরা জন্য যান । রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ সেই সময় স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না । স্বাস্থ্য কেন্দ্রের নার্সরা তাঁকে ভর্তি নেন এবং ফোনের মাধ্যমে ডাক্তার বাবুর সাথে শলা-পরামর্শ করেন । এদিকে সঠিক চিকিৎসা না মেলায় ভোররাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে রোগীর। শেষমেষ ভোররাতে চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন ও রোগীকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রোগীর।
এরপরই বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে রোগীর আত্মীয় পরিজন ও গ্রামবাসীরা শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমবেত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। যার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যকেন্দ্র চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালতোড়া থানার পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
অন্যদিকে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সামন্ত হাঁসদা ও স্বাস্থ্য কর্মীরা।