সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী গাড়ি। গাড়িতে ছিলেন বরের বাবা, পুরোহিত এবং বরের জনা কয়েক বন্ধু। দুর্ঘটনায় মৃত্যু হয় বরের বাবা এবং ওই গাড়ির চালকের। জখম হন পুরোহিত-সহ অন্যান্যরা। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ওই গাড়ির পিছনেই ছিল বরের গাড়ি।
জানা গেছে সোমবার রাতে ধানবাদ থেকে পানাগড়ে যাচ্ছিল বরযাত্রীদের ওই গাড়িটি। পথে আসানসোলের কাল্লা মোড়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ট্রাক দ্রুত গতিতে বরযাত্রীদের ওই গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারলে বরযাত্রীদের গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার জেরে বরযাত্রীদের চারচাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই সময় গাড়িতে বরের বাবা সহ ছ’জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর এবং দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে সকলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বরের বাবা ও গাড়ির চালককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিয়ে আটকায়নি। নির্দিষ্ট সময়েই বিয়ে সম্পন্ন হয়।