eaibanglai
Homeএই বাংলায়মাটি খুঁড়ে গুপ্তধন, রাতারাতি ধনকুবের প্রৌঢ়

মাটি খুঁড়ে গুপ্তধন, রাতারাতি ধনকুবের প্রৌঢ়

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- টোনি হাউস, বছর ৬৮ -এর এই ব্রিটিশ প্রৌঢ় যেন বিশ্বাস করতে পারছেন না তিনি এখন ৫৭০ টি টেলবি পেনির মালিক। মধ্যযুগে রাজা দ্বিতীয় হেনরির সমকালীন এই স্বর্ণমুদ্রা প্রথম পাওয়া গিয়েছিল ১৮০৭ খ্রিস্টাব্দে, লিঙ্কনশায়ারের টেলবি অ‍ঞ্চলে। সেখান থেকেই এর নাম টেলবি পেনি। সেরকমই ৫৭০ টি স্বর্ণমুদ্রা এখন টোনির। বিশেষজ্ঞদের ধারণা, টোনি যে স্বর্ণমুদ্রা পেয়েছেন, সেগুলির বয়স ৮৬৫ বছর। তৈরি হয়েছিল প্ল্যান্টাজেনেট পর্বে ১১৫৮ খ্রিষ্টাব্দ থেকে ১১৮০ খ্রিষ্টাব্দের মধ্যে কোনও এক সময়ে। তবে মুদ্রাগুলির নির্মাণশৈলী একেবারেই ভাল নয় বলে মত ঐতিহাসিকদের। নির্মাণের সময় ত্রুটি ছিল বলে মনে করা হচ্ছে। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এর গুরুত্ব ছাপিয়ে গিয়েছে সব কিছুকে।

সম্প্রতি এই গুপ্তধনের ভাণ্ডার তিনি খুঁজে পেয়েছেন উইল্টশায়ারের শিপেনহ্যামে। শিপেনহ্যামের বাসিন্দা টোনি পেশায় মেটাল ডিটেক্টরিস্ট। তাঁর দাবি প্রথমে তিনি মাটির উপর পরীক্ষা করে গুপ্তধনের সিগন্যাল পান। প্রথমে খোঁড়াখুঁড়ির পর একটি স্বর্ণমুদ্রা উঠে আসে। তবে তাতে তিনি ক্ষান্ত হননি। সন্ধানপর্ব চালিয়ে যান। এর পর কয়েক বর্গমিটারের মধ্যে তিনি মোট ৫৭০ টি স্বর্ণমুদ্রা খুঁজে পান। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি ৯৮ লক্ষ টাকা। এই বহুমূল্য গুপ্তধন পেয়ে রাতারাতি জীবন বদলে গেছে প্রৌঢ় টোনি হাউসের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments