eaibanglai
Homeএই বাংলায়অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়

সংবাদদাতা,আসানসোলঃ– গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আপাতত তাতে কোনও বাধা রইল না। বৃহস্পতিবার তাতে সবুজ সঙ্কেত দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতও। এই মামলায় আরেক অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করেছে ইডি। আপাতত তার ঠাঁই হয়েছে তিহার জেল। তবে কি এবার অনুব্রত মণ্ডলেরও ঠাঁই হতে চলেছে তিহার জেল?

এদিকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের সবুজ সঙ্কেত পাওয়ার পরই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আসানসোল সংশোধনাগারে। শুক্রবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলকে হাজির করানো হবে বলে জানা গেছে। এদিকে শুক্রবারই অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে হাজির করানোর কথা সিবিআই-র। কারণ, গরু পাচার মামলায় ১৪ দিন জেল হেফাজতের মেয়দ শেষ হচ্ছে এদিনই। ফলে শুক্রবার আদালতের শুনানির পর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে।

প্রসঙ্গত গত মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে হাজির করানোর শমন জারি করে। সেই নির্দেশ বুধবার আসানসোল সংশোধনাগারে ইমেল মারফত পাঠায় ইডি। এর পরই বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই আবেদনে সাড়া দিয়ে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এরপরই তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।

প্রসঙ্গত বহু দিন আগে থেকেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। এর আগে গত বছরের শেষে ইডির সেই আবেদনে সায় দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেন, ২০২১ সালে বীরভূম জেলার তৃণমূল সভাপতি তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখা হয় দুবরাজপুর থানায়। ফলে সেই সময় তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে পারেনি ইডি। অবশেষে গতকাল দিল্লি যাত্রায় সবুজ সঙ্কেত পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments