eaibanglai
Homeএই বাংলায়দোলের সকালে কলকাতার পথে অনুব্রত মণ্ডল

দোলের সকালে কলকাতার পথে অনুব্রত মণ্ডল

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– দিল্লি যাওয়ার জন্য দোলের সকালেই কলাকাতার উদ্দেশ্যে রওনা দিলেন গরু পাচার মামালায় আসানসোল সংশোধনাগারে বন্দী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন সকাল ৬ টা ৪৪ মিনিট নাগাদ তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন সংশোধনাগার কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে কে দিল্লি নিয়ে যাবে তা নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর গতকাল আসানসোলের বিশেষ আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে জট কাটে। এরপর মঙ্গলবার অর্থাৎ দোলের সকালেই তাঁকে নিয়ে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেয় আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। আর এই যাত্রাপথে তৃণমূলের এই দাপুটে নেতার নিরাপত্তার দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২ জন পুলিশের একটি দল। এছাড়াও সঙ্গে রয়েছে আসানসোল সংশোধনাগারের দুই প্রতিনিধি। কলকাতার জোকা ইএসআই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে। শারীরিক অবস্থার শংসাপত্র (ফিট সার্টিফিকেট) হাতে পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে ইডির হাতে তুলে দেবেন আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপর ইডি তাঁকে নিয়ে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে একজন চিকিৎসককেও এই যাত্রাপথে সঙ্গে রাখতে হবে। দিল্লি পৌঁছে আজই অনুব্রত মণ্ডলকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করানো হবে বলে মনে করা হচ্ছে। আদালতে ইডি তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে বলে সূত্রের খবর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments