নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে ব্যারাজের জলে তলিয়ে রহস্য মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম অমৃত সিং, বয়স ২২ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি দুর্গাপুরের নডিহায় মামার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।
পরিবারের সদস্যরা জানান এদিন সকালে তিনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলেও দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে ব্যারাজের সংলগ্ন এলাকা থেকে তার সাইকেলটি উদ্ধার হয়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজে তল্লাশী শুরু করে। পরে দুপুর নাগাদ ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান ও স্থানীয়দের একাংশের মতে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।