নিজস্ব সংবাদদাদা, দুর্গাপুরঃ- গতকাল মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি-দাওয়াকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘটে সাড়া দিয়ে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছিলেন কাঁকসার মলানদিঘির দুর্গাদাস বিদ্যামন্দিরের শিক্ষকদের একাংশ। প্রতিবাদে শনিবার বিদ্যালয়ে শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় কাঁকসার ওই বিদ্যালয় চত্বরে। পরে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ গতকালের ধর্মঘটে শিক্ষকদের আন্দোলনের জেরে দুর্গাদাস বিদ্যামন্দির খোলা থাকলেও পঠন পাঠন বন্ধ থাকে এবং টিফিনের পর ছুটিও দিয়ে দেওয়া হয়। যদিও স্কুলের প্রধান শিক্ষক জানান স্কুলের পঠন পাঠন ব্যাহত হলেও বন্ধ ছিল না। পাশাপাপাশি অন্যান্য দিনের মতো মিড-ডে মিলের ব্যবস্থা ছিল। তবে নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার বিষয়টি স্বীকার করে নেন তিনি। অন্যদিকে শিক্ষকদের এমন কর্তব্যহীনতার প্রতিবাদে শনিবার সকাল থেকে অভিভাবকরা স্কুল গেটে শিক্ষকদের বিরুদ্ধে একাধিক পোস্টার সাঁটিয়ে শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়। কেন পঠন-পাঠন বন্ধ রাখা হলো সেই প্রশ্ন তোলা হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। এমনকি শিক্ষকদের সাথে অভিভাবকদের বচসা শুরু হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ক্রমে স্কুল চত্বরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি মিটমাট করে নিয়ে প্রধান শিক্ষক জানান শিক্ষকদের আন্দোলনের জেরে পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য গতকাল যে সব ক্লাস অফ গেছে সেগুলি ছুটির দিন দেখে করিয়ে দেওয়া হবে।