নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার ইন্টারন্যাশনাল রেড ক্রস দুর্গাপুর শাখার সভাকক্ষে অনুষ্ঠি হল মহিলাদের জন্য মেগা হেলথ চেকআপ ক্যাম্প। রোটারি ক্লাব অফ দুর্গাপুর এলিট, ইনার হুইল( inner wheel) এবং রেডক্রস এই তিন সংস্থার যৌথ উদ্যোগে অ্যানিমিয়া মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ও নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের স্বাস্থ্য শিবিরে একেবারে বিনামূল্য নারীদের স্বাস্থ্য সংক্রান্ত নানা পরীক্ষা করা হয়। যেমন হিমোগ্লোবিন টেস্ট, চক্ষু পরীক্ষা,নিউরো থেরাপি টেস্ট ইত্যাদি। প্রায় ৫০ জন মহিলার হিমোগ্লোবিন টেস্ট করা হয় এদিন এবং সাথে সাথে আয়রন ফলিক এসিড ট্যাবলেটও প্রদান করা হয় বিনামূল্যে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, ডেপুটি কালেক্টর কালেশ্বরী কোরা সহ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন রেডক্রসের প্রাক্তন সেক্রেটারি ডক্টর স্বদেশ রঞ্জন চ্যাটার্জী, বর্তমান জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ পাল এবং আনন্দ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও রোটারি ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট অমিতাভ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী ও কবি অভিজিৎ দাস, সুকুমার সিংহ, রোটারি ক্লাবের বিজন মুখার্জি, ইনার হুইলের সভাপতি সুবর্ণা চ্যাটার্জি।