eaibanglai
Homeএই বাংলায়আতান্তরে পড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ওসি

আতান্তরে পড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ওসি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আতান্তরে পড়া তিন পরীক্ষার্থীকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে সাধারণ মানুষের বাহবা কুড়োলেন বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল।

প্রসঙ্গত মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কোনও রকম অরাজকতা ছাড়া সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা সম্পন্ন হয় তাই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। আর এই ব্যস্ততার মধ্যেও পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল লক্ষ্য করেন তিন পরীক্ষার্থী ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে বিপাকে পড়েছে। এদিকে হাতে সময় কম। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। কীভাবে সময়ের মধ্যে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে তাই ভেবে কুল পাচ্ছে না ওই পরীক্ষার্থীরা। প্রসঙ্গত জানা যায় কুশদদ্বীপ হাই স্কুলের ওই তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল পাত্রসায়ের গার্লস হাই স্কুল,কিন্তু তারা ভুল করে বামিরা গুরুদাস ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। বিষয়টি নজরে আসতেই ওসি বিদ্যুৎ কুমার পাল তড়িঘড়ি ওই তিন পরীক্ষার্থীকে নিজের গাড়িতে বসিয়ে সঠিক পরীক্ষা কেন্দ্র অর্থাৎ পাত্রসায়ের গার্লস হাইস্কুলে পৌঁছে দেন। পরীক্ষা শুরু হওয়ার আগেই নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই তিন পরীক্ষার্থী। পাশাপাশি বিদ্যুৎবাবুর এই উদ্যোগের প্রশংসা করেন শহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments