eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সঠিক পেনশনের দাবিতে বিক্ষোভ ইপিএস৯৫ পেনশনভোগীদের

দুর্গাপুরে সঠিক পেনশনের দাবিতে বিক্ষোভ ইপিএস৯৫ পেনশনভোগীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার পেনশন নিয়ে দেশজুড়ে চলা আন্দোলেন ঢেউ এসে পৌঁছল দুর্গাপুর শিল্পাঞ্চলেও। প্রসঙ্গত ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার এপিএস৯৫ পেনশন ন্যুনতম ১০০০ টাকা হবে বলে ঘোষনা করলেও প্রায় ৩০ লক্ষের বেশী পেনশন ভোগী ১০০০ টাকারও কম পেনশন পাচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে এই পেনশনের পরিমান ৭৫০০ টাকা করতে হবে, এই দাবি তুলে দেশ জুড়ে আন্দোলন শুরু করেছেন পেনশন ভোগীরা। তারই অঙ্গ হিসেবে এদিন দুর্গাপুরে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির সদস্য তথা ইপিএস৯৫ পেনশনভোগীরা ।

বুধবার সঠিক পেনশনের দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টার স্থিত ইপিএফও কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন ইপিএস৯৫ ন্যাশনাল এ্যাজিটেশন কমিটির সদস্যরা। তাঁদের অভিযোগ দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে পেনশন ফান্ডে টাকা দেওয়ার পরও ইপিএস ৯৫ পেনশনাররা খুবই সামান্য পেনশন পাচ্ছেন।

এদিন বিক্ষোভে অংশ নেওয়া অজিত বাগ বলেন, অডিট রিপোর্ট অনুযায়ী পেনশন ফান্ডে প্রায় ৭ লক্ষ কোটি টাকা জমা রয়েছে। তা সত্বেও ইপিএফও লোকাসানের অজুহাত দিয়ে পেনশন বাড়াচ্ছে না। তাঁর অভিযোগ , সুপ্রিম কোর্টের আদেশের সঠিক পদক্ষেপ গ্রহন না করে পেনশন ভোগীদের বঞ্চিত করছে এপিএফও। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেনশন বৃদ্ধির আশ্বাসের পরও ইপিএফও লোকসানের অজুহাত দিয়ে টালবাহানা করছে। অবিলম্বে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন ইপিএস৯৫ পেনশন ভোগীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments