নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মোবাইলের ৫জি টাওয়ার বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল কাঁকসার বামুনাড়া গ্রামে। জানা যায় বামুনাড়ারই বিবেকানন্দ পার্ক এলাকার বাসিন্দা রাজেন পালের পাশের পাড়ায় একটি জমি রয়েছে। তিনি ওই জমি এক বেসরকারি মোবাইল সংস্থাকে লিজ দিয়েছেন ৫জি টাওয়ার বসানোর জন্য। সম্প্রতি টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। এদিন রাজেনবাবু কাজ পরিদর্শনে গেলে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে ঘিরে ধরেন এলাকার মহিলা সহ বাসিন্দারা। তাদের দাবি ওই জনবসতি এলাকায় মোবাইলের টাওয়ার বসানো যাবে। মোবাইল টাওয়ারের র্যাডিয়েশেনের জেরে শারীরিক নানান সমস্যার পাশাপাশি প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের।
বিক্ষোভরত এলাকার বাসিন্দা সুকুমার ভৌমিক, স্বপন কুমার সাহারা এদিন জানান, প্রয়োজনে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন কিন্তু এলাকায় কোনোভাবেই মোবাইলের টাওয়ার বসাতে দেবেন না। অন্যদিকে রাজেনবাবু এলাকাবাসীর বিক্ষোভের জেরে পিছু হঠার কথা জানান। তিনি বলেন এলাকাবাসীরা যখন চাইছে না তখন মোবাইল কোম্পানির সঙ্গে হওয়া চুক্তি তিনি বাতিল করে দেবেন।