সংবাদদাতা, বাঁকুড়াঃ– রবিবাসরীয় সকালে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল বাঁকুড়া জেলার সারেঙ্গার পি মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোরে এলাকায় একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখনে এলাকাবাসী। ওই ব্যাগে বোমা রয়েছে এই আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর যায় সারেঙ্গা থানার পুলিশের কাছে। পুলিশ জায়গাটি ঘিরে রেখে খবর দেয় বম্ব স্কোয়াড ও ফায়ার ব্রিগেডকে। কিছু ক্ষণের মধ্যেই এলাকায় পৌঁছে যায় পশ্চিম মেদিনীপুর ইউনিটের বম্ব স্কোয়াডের একটি দল ও দমকল বাহিনী।
বম্ব স্কোয়াডের সদস্যরা সব রকম সতর্কতা অবলম্বন করে ব্যাগ খোলেন এবং ব্যাগের মধ্যে থেকে ভগন টুডু নামক এক ব্যক্তির একটি আধার কার্ড সহ বাড়ির জিনিসপত্র এবং বাসনপত্র পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান পি মোড়ে ভুল করে ব্যগটি ফেলে রেখে যান ওই ব্য়ক্তি। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তার ব্যাগটি ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।