এই বাংলায় ওয়েব ডেস্কঃ– আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত এবং দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই ঝড়-বৃষ্টির দাপট। মঙ্গলবার ঝড়ের গতিবেগ কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । বুধবারও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। জানিয়েছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেমন রয়েছে তার সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে। রাজস্থানের উপর জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব রাজস্থান ও মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যেটি ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড,ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। যার জেরেই বঙ্গে এই ঝড়বৃষ্টি।
গত বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তবে সোমবার সকালে হাওয়া অফিসের বিবৃতিতে আলাদা করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়া জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, দুই জেলাতেই দুপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ও সঙ্গে চলবে বৃষ্টি। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগে থেকেই জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা।