নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রায় দুমাস ধরে বেতন মিলছে না, অভিযোগে সোমবার প্রতিবাদে সরব হল দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা। কর্ম বিরতির ডাক দিয়ে এদিন সিটিসেন্টারে নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হয় প্রায় ৪০০ সাফাই কর্মী। বিক্ষোভকারী সাফাইকর্মীরা সাফ জানিয়ে দেয় বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।
অন্যদিকে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডে এদিন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায় সাফাই কাজ। এরপরই তৎপরতা দেখান দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান তথা শহরের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখার্জি। তিনি আগামী কালের মধ্যে বেতন সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন সাফাই কর্মীরা।
অনিন্দিতা দেবী এদিন জানান সম্প্রতি এজেন্সি বদল হওয়ায় কিছু টেকনিক্যাল কারণে বেতন দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এজেন্সির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হচ্ছে। আগামীকালের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।