eaibanglai
Homeএই বাংলায়বাসে আদিবাসী ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদে বাস দাঁড় করিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ

বাসে আদিবাসী ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদে বাস দাঁড় করিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বেসরকারি বাসে আদিবাসী ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া শহরে। অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তায় বাস দাঁড় করিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার ভোরে মুকুটমনিপুর থেকে মেদিনীপুরগামী একটি বেসরকারী বাসে করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন খাতড়া এলাকার স্নাতকোত্তর স্তরের এক আদিবাসী ছাত্রী। বাসে পাশের আসনে বসা এক নিত্যযাত্রী ওই আদিবাসী ছাত্রীকে বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ । বিষয়টি তৎক্ষণাৎ বাসের হেল্পার ও কন্ডাক্টরকে জানান ওই ছাত্রী। আদিবাসী মানুষজনদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও ওই নিত্যযাত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বাসের কন্ডাক্টর ও হেল্পার। মেদিনীপুরে পৌঁছানোর পর ওই ছাত্রী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। ঘটনার কথা জানাজানি হতেই খাতড়া এলাকার আদিবাসী মানুষের ক্ষোভের পারদ চড়তে শুরু করে। সন্ধ্যায় বাসটি যাত্রী নিয়ে মেদিনীপুর থেকে খাতড়ার উপর দিয়ে মুকুটমনিপুরে ফেরার সময় খাতড়ার দাসের মোড়ের কাছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ এলাকার মানুষজন বাসটির পথ আটকে ক্ষোভে ফেটে পড়েন। বাসটিকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে শহরের সিমলাপাল রোডে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। প্রায় দু ঘন্টা ধরে চলে অবরোধ। অভিযুক্ত নিত্য যাত্রীকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি বাসের হেল্পার ও কন্ডাক্টারের শাস্তির দাবী জানাতে থাকেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবশেষে অবরোধ উঠে যায়। তবে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না করলে আবারো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments